রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জাতিসংঘ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভা কক্ষে এই  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন্ েবক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ আইরী কাটো, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে মোট ১৯টি জাতিসংঘ অঙ্গসংস্থা কাজ করছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘উন্নয়ন যেমন ক্ষুধা ও দারিদ্রতানির্মুলকরণ, বিশ্ব প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ, সমঅধিকার বাস্তবায়নে মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার হ্রাস’, মাতৃ স্বাস্থ্য উন্নয়নসহ প্রাকৃতিক ভারসাম্য নিশ্চিতকরণে কাজ করা।
বিকেলে জাতিসংঘ দিবস উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল বড় মাঠে গিয়ে শেষ হয়।

Spread the love