
নাট্যসংগঠন ভূমিজ ও থিয়েটার স্কুল কারিগরের আয়োজনে পঞ্চগড়ে ফিলিস্থিনে শিশু ও গণহত্যার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের শেরেবাংলা পার্কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে পঞ্চগড় ১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, পঞ্চগড় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পর্ষদের সাধারন সম্পাদক এস এম কিবরিয়া, সরকারী মহিলা কলেজের অধ্যাপক মনিসংকর দাশগুপ্ত,আলী সায়েদ, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি এ রহমান মুকুল, পঞ্চগড় জার্ণালিষ্ট এসোসিয়েসন এর সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কে এ দিলখুসা প্রধান বিপ্লবী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শাহীন প্রমুখ বক্তব্য রাখেন। কারিগরের ব্যব¯পনা পরিচালক সরকার হায়দারের সঞ্চালনায়
পঞ্চগড়ের নাট্যকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনিতীক, শিক্ষক, ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানব বন্ধনে অংশ নেন। সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন সাম্রাজ্যবাদী আমেরিকার ইশারায় ইসরাইল এই হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের শিশুদের কান্না জাতিসংঘ মহাসচিবের কানে পৌছাচ্ছে কিনা জানিনা তবে বিশ্ববিবেক আজ শোকে স্তব্ধ হয়ে গেছে।