
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ
জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী শাল, সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছ রক্ষা ও পাখির অভয়ারন্য সৃষ্টি করতে হবে বলে সকল শ্রেনীর পেশাজীবির মানুষকে এগিয়ে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন ইউএনও মোঃ বজলুর রশিদ। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বন উন্নয়ন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, দিনাজপুর জেলার সহকারী বন সংরক্ষক মোঃ রফিকুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, চরকাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মনিরুজ্জামান, ৩নং গোলাপগঞ্জ ইউ,পি চেয়ারম্যান মোঃ রওশন আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবিরুল ইসলাম প্রমুখ।