
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বহুতল ভবনের ১৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর ৭টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় পৌনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে বলে অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে কর্তব্যরত বাহিনীর পরিচালক (অপারেশন্স) মেজর মাহবুবুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ এনএসসির ২০ তলা ওই ভবনের ১৯ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ভবনটির ১৯ তলায় জাপান-বাংলাদেশ এসোসিয়েশন নামে একটি সংগঠনের কার্যালয় রয়েছে। ফায়ার সার্ভিসের ফোন অপারেটর জীবন মিয়া জানান, আগুন এখন পুরোপরি নিয়ন্ত্রণে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারো হতাহতের খবর জানা যায়নি বলেও জানান তিনি।