শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বহুতল ভবনের ১৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর ৭টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় পৌনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে বলে অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে কর্তব্যরত বাহিনীর পরিচালক (অপারেশন্স) মেজর মাহবুবুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ এনএসসির ২০ তলা ওই ভবনের ১৯ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ভবনটির ১৯ তলায় জাপান-বাংলাদেশ এসোসিয়েশন নামে একটি সংগঠনের কার্যালয় রয়েছে। ফায়ার সার্ভিসের ফোন অপারেটর জীবন মিয়া জানান, আগুন এখন পুরোপরি নিয়ন্ত্রণে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারো হতাহতের খবর জানা যায়নি বলেও জানান তিনি।

Spread the love