
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট খেলোয়াড়বৃন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫-১৬ জাতীয় পর্যায়ে উন্নীত হওয়ায় আগামী ২১ জুন কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রওনা দিয়েছে।
ইতিপূর্বে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট খেলোড়রা দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট দিনাজপুর বড়ময়দানে চ্যাম্পিয়ান হয়, রংপুর বিভাগে তারা চ্যাম্পিয়ান হয় এবার তারা কক্সবাজারে আগামী ২১ জনু খুলনা বিভাগের সাথে ফাইনাল খেলবে। দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা হলো মোঃ রাকিব হাসান, মোঃ রেজওয়ান হোসেন, রিপন রায়, মোঃ আব্দুর মোতায়েম হিরা, মোঃ রিজভী আহম্মেদ সজল, মোঃ সেলিম, মোঃ শাহারিয়ার রহমান শান্ত, মোঃ ইমরান আলম, মোঃ সায়েম, মোঃ শেখ রাসেল, মোঃ হুমায়ুন কবীর জয়, মোঃ মাইনুল ইসলাম শাওন, মোঃ সজিব কামাল, মোঃ মিজু ইসলাম, মোঃ ইসতেখান অমিত, মোঃ সৈয়দ আলী সোহাগ, জালাল উদ্দিন বাপ্পি। দলনেতা হিসেবে বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম খেলোয়াড়দের নেতৃত্ব দিবেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন, আমাদের ক্রিকেট খেলোয়ড়া আশা করি এবারও কক্সবাজারে গিয়ে চ্যাম্পিয়ান হবে। খেলোয়াড়রা পূর্বের চেয়ে এবার আরো বেশী করে খেলার চর্চা করেছে। তারা দিনাজপুরবাসীর কাছে দোয়া প্রার্থী।