বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন এরশাদ

4160নির্বাচনকালীন সরকারে শপথ নেয়া জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। একই সঙ্গে নির্বাচনে না যাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি। বুধবার বিকেলে বারিধারার বাসভবনে সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এরশাদ বলেন, “আমার শেষ কথা, সব দল অংশ না নিলে আমি নির্বাচনে যাব না।” তিনি জানান, তার দলের যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা তা প্রত্যাহার করবেন। দেশের চলমান সংকট প্রসঙ্গে এরশাদ বলেন, “দেশের অবস্থা ভালো না। এই অবস্থায় প্রার্থীরা এলাকায় যেতে পারবেন না।

এরশাদ জানান, সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং তাকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তিনি তাকে জানিয়েছেন দেশের এই পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া তার পাক্ষে সম্ভব নয়।  সাংবাদিকদের এরশাদ বলেন, “দেশের অবস্থা সামনে আরো খারাপ হবে। দেশের ১০০ ভাগ লোকই নির্বাচনের বিপক্ষে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “পথে নেমেলোকজনকে জিজ্ঞেস করেন, তারা প্রত্যেকেই বলবে নির্বাচনের বিপক্ষে তারা। সবশেষে এরশাদ দৃঢ়কণ্ঠে বলেন, “আমার শেষ কথা, আমরা নির্বাচনে যাব না।