
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে ছাড়াই শপথ নিলেন দলের নবনির্বাচিত সাংসদরা। এরশাদের স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিরা সদস্যরা জাতীয় সংসদের শপথ কক্ষে প্রবেশ করেন বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায়। এরপর বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে দশম সংসদের সদস্য হিসাবে শপথ নেন তারা। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও আইনি মারপ্যাঁচে ভোটে জিতে যাওয়া এরশদ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন কি না- তা নিশ্চিত করতে পারেননি দলের সদস্যরা। গত ১২ ডিসেম্বর গভীর রাতে র্যাবের পাহারায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সেখানেই আছেন তিনি। সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরুর পর রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আওয়ামী লীগের সদস্যদের আগে শপথ পড়ান স্পিকার। ৯ম সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার দল আওয়ামী লীগের সাংস্যরা শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। জাতীয় পার্টির সদস্যরা শপথ নেন তার এক ঘণ্টা পর। এর আগে রওশনের সভপতিত্বে বৈঠক করে জাতীয় পার্টির সংসদীয় দল। সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, বেলা ১১টায় জাতীয় পার্টির সদস্যদের শপথ পড়ানোর জন্য দলের পক্ষ থেকে স্পিকারকে অনুরোধ জানানো হয়েছিল। সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হয়। এরশাদ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন কি না জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, আমার সাথে যোগাযোগ নেই। তবে মনে হয় না আসবেন। এরশাদের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচনে না যাওয়ার কথা বলে আসা জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও শপথ নিয়েছেন এদিন। আগের দিন রওশন এরশাদের সঙ্গে সংবাদ সম্মেলনেও তাকে দেখা যায়। জাতীয় পার্টির পর ক্রমানুসারে অন্য দলের ও স্বতন্ত্র সাংসদরাও শপথ নেবেন।