রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় শিক্ষা সাপ্তাহ শ্রেষ্ঠ তালিকায় দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়।

দেবীগঞ্জ প্রতিনিধি কাইউমঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়টি পঞ্চগড়জেলা সদরে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সাপ্তাহ/১৬ই উপলক্ষে সরকারের নির্দেশিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত  ইভেন্টের উপর কলেজ ভিত্তিক বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা সাপ্তাহ অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা সাপ্তাহে দেবীগঞ্জ মহা বিদ্যালয় জাতীয় শিক্ষা সাপ্তাহ/১৬ইং এ শ্রেষ্ঠ তালিকায় অন্তরভুক্ত ও সনদ প্রাপ্ত হয়। বিগত বৎসর গুুলিতে জাতীয় শিক্ষা সাপ্তাহে জেলা ভিত্তিক শিক্ষা মন্ত্রনালয় কলেজ ভিত্তিক গৃহিত প্রতিটি ইভেন্টে দেবীগঞ্জ মহাবিদ্যালয় শ্রেষ্ঠ হয়ে আসছে। এ কলেজটি ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এম.পি ভুক্ত ও পরিক্ষার অনুমতি প্রাপ্ত। প্রতি বৎসর এই কলেজের পাশের হার গড়ে ৮০% হওয়ায় ২০১৪ সালে ডিগ্রী কলেজে উপনিত হয়। এই কলেজের বর্তমান ছত্রী সংখ্যা ৭৭০ জন। ডিগ্রী পর্যায়ে বি.এ ও বি.এস.এস পর্যায়ে কোর্স চালু রয়েছে। অত্র পঞ্চগড় জেলার ২ আসনের সংসদ এডঃ নুরুল ইসলাম (সুজন) এর অভিবাবকত্বে ও দক্ষ অধ্যক্ষ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অক্লান্ত পরিশ্রম ও উদ্দিপনায় দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ে পঞ্চগড় জেলার জাতীয় শিক্ষা সাপ্তাহ/১৬ইং জেলার প্রথম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ক্ষ্যতি অর্জন করে।   আসছে দিন/বছর গুলিতে মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী উপজেলা পর্যায়ে একটি মহিলা কলেজ ও জেনারেল কলেজ জাতীয় করনের প্রস্তুতি চলছে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধান মন্ত্রীর সদয় দৃস্টি আকর্ষন ও শিক্ষা মন্ত্রীর সান্নিধ্যে দেবীগঞ্জ এলাকার সুশিল সমাজ, সকল ছাত্রী অবিভাবক, স্থানীয় সকল রাজনৈতিক নেত্রীবৃন্দ ও দেবীগঞ্জ মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ সহ একঝাঁক নৌজোয়ান অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর আবেদন যে, যেহেতু পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ মহিলা মহাবিদ্যালয় হিসাবে সনদ প্রাপ্ত তারই আলোকে কলেজ সমুহ জাতীয় করনের ক্ষেত্রে দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়কে প্রথম পর্যায়ে ১ নং তালিকাভুক্তির আবেদন।

Spread the love