
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শ্রমিক লীগের ৪৫ তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
১২ অক্টোবর রোববার সকাল ১০ টায় শহরের সিএসডি রোডস্থ দলীয় কার্যালয় থেকে জাতীয় শ্রমিক লীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন বলেন, সৃজনশীল ও আপোষহীন ট্রেড ইউনিয়ন আন্দোলননের ফলে জাতীয় শ্রমিক লীগের ভাবমূর্তী জাতীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা, একটি আসাম্প্রদায়িক, জনকল্যানমূখী ও ক্ষুধা-দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচী সমূহ যথাযথভাবে বাস্তবায়নে বিগতদিনের ন্যায় শ্রমিক লীগের প্রতিটি স্তরের নেতাকর্মী আগামীতেও অতন্ত প্রহরির মত সক্রিয় থাকবে।
র্যালীতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ আলী, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, শামীম আক্তার, খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজার রহমান, মোঃ আব্দুল মান্নান, সামসুর রহমান, আকরাম হোসেন মুন্না, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মঞ্জুরুল হাসান সানু, সহ দপ্তর সম্পাদক নূর আলম হীরু, অর্থ সম্পাদক মোঃ মীর হোসেন, সহ-আইন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা হাসিনা বেগম, জাতীয় মহিলা শ্রমিকলীগের সভাপতি রাশিদা বেগম, দিনাজপুর জেলা নির্মাণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ সকল ট্রেড ইউনিয়ন, সিবিএসহ জাতীয় শ্রমিকলীগের অর্ন্তগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।