মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় স্কুল হকি টুর্ণামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন

Hokiদিনাজপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর সহযোগিতায় জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট-২০১৪ উপলক্ষে বড় ময়দান হকি গ্রাউন্ড হতে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আজিজার রহমান, মোকাদ্দেম ওয়ান্ডার আনোয়ার, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, ফার্স্ট সিকিউরিটি  ইসলামী ব্যাংক লিঃ এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং দিনাজপুর শাখা ব্যবস্থাপক আব্দুল ওহাব তালুকদার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, জায়েদী পারভেজ অপুর্ব, মতিউর রহমান, অরুন সরকার। আগামীকাল ১৯ ফেব্রুয়ারী হতে জাতীয় স্কুল হকি টুর্ণামেন্ট ২০১৪ বড় ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত টুর্ণামেন্টে ১০টি টিম অংশগ্রহণ করছে। তারা হলো দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় রংপুর, তুষ ভান্ডার আরএমএমপি উচ্চ বিদ্যালয় লালমনিরহাট, আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় পঞ্চগড়, কেরামতিয়া উচ্চ বিদ্যালয় রংপুর, গাইবান্ধা এনএইচ মডার্ণ উচ্চ বিদ্যালয়, আইডিয়াল উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বালক বিদ্যালয় নীলফামারী।

Spread the love