
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি … … রাজেউন)। আজ সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল শাফি মজুমদার বলেন, মাইনুল হোসেন হার্ট এটাক নিয়ে গতকাল ভর্তি হয়েছিলেন। ওনার রক্তচাপেরও সমস্যা ছিল। তার ডায়াবেটিস ছিল মারাত্মক অনিয়ন্ত্রিত। আজ বেলা আড়াইটার দিকে ওনার মৃত্যু হয়। তার বন্ধু স্থপতি বদরুল হায়দার জানান, মাইনুল হোসেনের ২ মেয়ের মধ্যে বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলেই দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পক্ষান্তরে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে নেয়া হবে তার শান্তিনগরের বাসায়। রাতে রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে জানিয়েছেন স্থপতি ও কবি রবিউল হুসাইন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশের গুরুত্বপূণ জাতীয় নেতা ও সরকারের শীর্ষ কর্মকর্তারা।
প্রসঙ্গত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি ধরে রাখতে সরকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নিলে ১৯৭৮ সালে নকশা আহ্বান করা হয়। জমা পড়া ৫৭টি নকশার মধ্যে বাঙালির স্মৃতির মিনোরের জন্য নির্বাচিত হয় ২৬ বছরের তরুণ মাইনুল হোসেনের নকশা। তার নকশা অনুযায়ী স্মৃতিসৌধের বেদীমূল থেকে উঠে দাঁড়িয়েছে ৭টি ত্রিকোণ কলাম। এর মধ্যে সবচেয়ে বড়টি ১৫০ ফুট উঁচু। এ ৭টি কলামে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ৭টি পর্যায় সূচিত হয়েছে। আকার আকৃতিতে ভিন্নতা থাকায় একেক দিক থেকে স্মৃতিসৌধকে দেখায় একেকরকম।