বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল চলছে

সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা প্রথম দিনের টানা ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত প্রথম দফায় এ হরতাল দেয়া হয়েছে। এরপর দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আগামী রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তিন দিন দুই দফায় সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের কর্মসূচি দিয়েছে দলটি। গতকাল বুধবার নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার মধ্যে হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
নিজামীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে ও হরতালের সমর্থনে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সারাদেশেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশ ও র‌্যাব সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে সকাল থেকে।

Spread the love