শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জামায়াতের সাথে আঁতাতের অভিযোগে আওয়ামীলীগ নেতা আতাউর দল থেকে বহিষ্কার

মো. মাহাবুর রহমান,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

মোটা টাকার বিনিময়ে দিনাজপুরের নবাবগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে জামায়াত ক্যাডারদের অবৈধভাবে নিয়োগের পর বেতন ছাড় করতে উপজেলা পরিষদের চেয়ারম্যন ও জামায়াতের আমির নূরে আলম সিদ্দিকীর সাথে হাত মিলিয়েছে এমন নবাবগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। এর বিরোধিতা করায় নিজ দলের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের বিরম্নদ্ধে মিথ্যা ভীত্তিহীন অপ-প্রচার চালিয়ে যাচ্ছে আতাউর রহমান। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বির্তকৃত নেতা আতাউর রহমানের এ ধরনের কর্মকান্ডে দলীয় নেতাকর্মীসহ সচেতন এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে।

ঘটনায় গত ৩ আক্টোবর রাতে দলের সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধামত্ম অনুযায়ী আতাউর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন।

অবৈধভাবে নিয়োগ পাওয়া জামায়াত ক্যাডারদের সাত মাস ধরে বন্ধ থাকা বেতন গোপনে ছাড় করার সময় পাঁয়তারার খবরে ক্ষুব্ধ এলাকাবাসী গত ১ অক্টোবর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরহাদ হোসেনসহ চার কর্মকর্তা-কর্মচারীকে মারধর এবং ইউএনও এর কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

ইউএন, শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ সচেতন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মোটা টাকার বিনিময়ে অবৈধ শিক্ষা কমিটি, ভূয়া রেজুলেশনের মাধ্যমে ৩৯ জন নৈশ প্রহরীর নিয়োগ নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিলো। টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দেওয়ার কারনে ইতিপূর্বেও সাবেক সংসদ সদস্য আজিজুল হক চৌধুরীকে ধাওয়া, সাবেক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামানকে গনধোলাইয়ের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে।

টাকার বিনিময়ে নৈশ প্রহরীর নিয়োগের অভিযোগে শিক্ষা দপ্তর তদন্ত করে এর সত্যতা পাওয়ায় হরিল্লাখুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মতিনুরের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়।

ইউএনও সৈয়াদ ফরহাদ হোসেন রংপুর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ব্যবহৃত সরকারী মুঠোফোন থেকে গতকাল শনিবার সাংবাদিকদের জানান, ভারতে পনের দিনের শিক্ষা ছুটি শেষে গত বুধবার তিনি নবাবগঞ্জে যোগদান করেন। বুধবার তাঁর কার্যালয়ে গিয়ে বাসার কিছুক্ষণ পরেই অতর্কিত হামলার শিকার হন। পরে জানতে পারেন যে, অনিয়মের মাধ্যমে নিয়োগ হওয়ায় গত মার্চ মাস থেকে বন্ধ থাকা ৩৯ জন নৈশ্য প্রহরীর বেতন ছাড়ের জন্য গত বুধবার শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ব্যাংকে বিলের কাগজ জমা দিয়েছেন। তাঁর নির্দেশেই শিক্ষা কর্মকর্তা অবৈধ ভাবে নিয়োগ পাওয়া এসব নৈশ্য প্রহরীর বিলের কাগজ জমা দিয়েছেন বলে খবর ছড়িয়ে পরে। এ গুজবে অবৈধ এ নিয়োগে বাতিলের দাবীদাররা তাঁর উপর হামলা করে।

ইউএনও ফরহাদ হোসেন জানান, নিয়োগ অবৈধ হওয়ায় তিনি ওই নিয়োগের আজ পর্যমত্ম কোন অনুমোদন দেননি। নিয়োগ বাতিলের দাবী তিনিও জানিয়ে এসেছেন। এ ছাড়া নৈশ প্রহরীদের বেতন ছাড় করতে তাঁর অনুমোদন বা নির্দেশের কোন বিষয় নেই। তাঁর পরও তাঁর মৌখিত নির্দেশনের জন্য শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম একাধিকবার তাঁকে মোটা টাকার অফারও দিয়েছেন। ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাকে সতর্কও করেছেন। নিজেকে বাঁচাতে শিক্ষা কর্মকর্তা সকলের কাছে তাঁর মৌখিক নির্দেশের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন বলে ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন জানান।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেক হোসেন গত বুধবার রাতে সংবাদ সম্মেলন করে জানান, অবৈধভাবে নিয়োগ পাওয়া নৈশ প্রহরীদের বেতন ছাড় করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নূরে আলম সিদ্দিকী, আওয়ালীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মতিনুর রহমান প্রতিটি নৈশ্য প্রহরীর কাছ থেকে পুনরায় এক লাখ বিশ হাজার করে টাকা নিয়েছেন। এ টাকা নিয়ে শিক্ষা কমিটির রেজুলেশন, সিদ্ধান্ত, এবং বিলের জন্য পর্যাপ্ত কাগজ ছাড়াই বিল জমা দিয়েছেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর হক মানিক জানান, মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে নৈশ প্রহরী নিয়োগ হওয়ায় নিয়োগবঞ্চিত ও এলাকাবাসী বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলো। বেতন ছাড়ের খবর শুনে নিয়োগ বঞ্চিতরা এবং ক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনা ঘটিয়েছে। অবৈধভাবে নিয়োগ প্রদান কারী সিন্ডিকের সদস্যরা সরকারের ভাবমূর্তি ক্ষুর্ন করতে ঘটনাটি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বলে প্রচার করছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম দাবী করেন গত ১৪ আগষ্টের শিক্ষা কমিটির সিদ্ধান্ত এবং উপজেলা পরিষদের চেয়াম্যান ও শিক্ষা কমিটির সভাপতির লিখিত নির্দেশ ও উর্দ্ধতন কর্তৃর্পক্ষের মৌখিত নির্দেশে নৈশ প্রহরীদের বিল জমা দিয়েছেন। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানান, ১৪ আগষ্টের শিক্ষা কমিটির সভা ডাকা হলেও কোরাম পুরন না হওয়ায় সভায় হয়নি। নৈশ প্রহরীরা বিল-বেতন ছাড়াই অনেক দিন ধরে কষ্ট করছে বলে বেতন দিতে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত নির্দেশ দিতে কোন প্রার্থীর কাছ থেকে একটি টাকাও নেওয়া হয়নি বলে তিনি দাবী করেন।

উপজেলার হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান, কোন কার্যালয়ের বিল জমা দিতে হলে বিলের সঙ্গে বাজেট, নিয়োগপত্র, যোগদান প্রতিবেদন, মেডিকেল ফিটনেস সহ প্রয়োজনীয় অন্যান্য কাগজ সোনালী ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক কর্তপক্ষ রেজিষ্ট্রারের মাধ্যমে সেটি উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেটি রিসিভ করে নেবেন। কিন্তু ৩৯ টি নৈশ প্রহরীর বিল ব্যাংকের মাধ্যমে না এসে শিক্ষক সমিতির সাবেক সভাপতি মতিনুর রহমান বিলটি শিক্ষক কার্যালয়ে জমা দেয়। যা সম্পূর্ণ অবৈধ হওয়ায় সাতটি আপত্তি দিয়ে বিলটি পুনরায় ব্যাংকে ফেরত দেওয়া হয়েছে।

 

মো. মাহাবুর রহমান

বিরামপুর,দিনাজপুর

০১৭১৩-৬৮৬৪৫৩

Spread the love