কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে কাদের মোল্যার লাশ দাফন করা হয়েছে। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ভাষানচন ইউনিয়নের আমিরাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। শুক্রবার ভোর রাত সোয়া ৪টায় কাদের মোল্লার দাফন সম্পন্ন হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বিজিবি-র্যাব-পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে কাদের মোল্যার লাশবাহী গাড়ীটি আমিরাবাদ গ্রামে পৌছায়। এসময় আত্বীয়-স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে কাদের মোল্যার লাশটি গ্রহন করেন তার ছোট ভাই মইনউদ্দিন মোল্যা। চারটার দিকে বাড়ীর উঠানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মো. আবু তালেব। জানাজার নামাজে জেলা জামাতের আমীরসহ স্থানীয় নেতা-কর্মী ও কয়েকশত গ্রামবাসী অংশ নেন।