চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে জামায়াত নেতা আ. রউফকে গ্রেফতারের ফলে রাণীরবন্দরে চরম উত্তেজনা, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও পুলিশের গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনাটি গতকাল বুধবার বিকেল ৫টায় ঘটেছে।
জানা গেছে, দুপুরে উপজেলার রাণীরবন্দর সুইহারিবাজারে অভিযান চালিয়ে ডিবি পুলিশ স্থানীয় জামায়াত নেতা আ. রউফ (৪২) কে আটক করে। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে উত্তেজ্না সৃষ্টি হয়। চিরিরবন্দর থানা পুলিশ পরিস্থিতি শান্ত করতে আসলে জামায়াত-শিবির নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত ঢিল ও অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে পরিস্থিতি আরো থমথমে হয়ে উঠে। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা দশমাইল-সৈয়দপুর মহাসড়কে চলাচলরত যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সন্ধ্যারপর অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়নের বাড়িতে প্রবেশ করে বাড়ির টিভি, ফ্রিজ, শোকেস, আলমারিসহ বিভিন্ন মালামাল ও আসবাবপত্র ভাংচুর করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাণীরবন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে। বিকেল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।