
গাইবন্ধার জননন্দিত রাজনীতিবিদ, প্রবীন পার্লামেন্টেরিয়ান এ্যাড: ফজলে রাব্বী মিয়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় সোমবার বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্তরে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। সদর আসনের এমপি মাহবুব আরা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত গনসংবর্ধনায় ফজলে রাব্বি মিয়া বলেন, জামায়াত উগ্র ও জঙ্গিবাদি সংগঠন। সে কারণেই নির্বাচন কমিশন তাদের রেজিষ্ট্রেশন বাতিল করেছেন। সুতরাং রাজনীতি করতে পারলেও ওই দল কোনক্রমেই নির্বাচনে অংশ নিতে পারবে না। জামায়াতকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়টিও তিনি এখন সময়ের ব্যাপার বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। সুতরাং মধ্যবর্তী নির্বাচনের কোন প্রশ্নই আসে না। আওয়ামী লীগ সরকার পিছিয়ে পড়া গাইবান্ধা জেলার ব্যবসা-বাণিজ্য এবং আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
গনসংবর্ধনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি, পৌর মেয়র সামসুল আলম, ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রী সদস্য লুৎফর রহমান রঞ্জু, বাংলাদেশ ওয়াকার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ, জেলা জাসদের সভাপতি শাহ্ শরিফুল ইসলাম বাবলু, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সদরুল কবীর আংগুর, যুবলিগের সভাপতি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।