
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের জন্য মডেল হিসেবে বিবেচিত হয়েছেন। সৌদি আরবের সঙ্গে নতুন সম্পর্কের ভিত্তি তৈরী হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাণীরবন্দর বাহাদুর বাজার চত্বরে উপজেলা এলজিইডি দপ্তর ও নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাণীরবন্দর-চিরিরবন্দর রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্র সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, জামায়াত-শিবির দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে অশুভ চক্রান্ত শুরু করেছে। তারা গুপ্ত হত্যা করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের সেই চেষ্টা কখনো সফল হবে না।
এছাড়াও প্রধান অতিথি দুপুর ১২টায় ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুপুর ১টায় দক্ষিণ পূর্ব সাইতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন এবং বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা, বিকেল সাড়ে ৪টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সদস্যদের মধ্যে পাওয়ার টিলার প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং ক্ষুদ্র জাতিসত্ত্বা নৃ-গোষ্ঠি ও সম্প্রদায়ভূক্ত দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠির মাঝে চেক বিতরণ, বিকেল ৫টায় আওয়ামী লীগ হতে জয়ী ৯জন ইউপি চেয়ারম্যানদের আয়োজিত সংবর্ধনা সভা, দিনাজপুর পল্ল¬ী বিদ্যুৎ সমিতির আওতায় ৩ শত বাড়িতে নতুন লাইন সংযোগ প্রদান শেষে বিকেল ৬টায় চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।
এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেডএইচ মোহাম্মদ আলী শামীম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, প্রকৌশলী ফিরোজ আহমেদ, দিনাজপুর পল্ল¬ী বিদ্যুৎ সমিতির জিএম কাজী মোহাম্মদ আলী, সমাজসেবা কর্মকর্তা মইনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন ।