মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেলেন আলাল

গাজীপুরের কাশিমপুর থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারগার-১ থেকে তিনি জামিনে মুক্তি পান। এ সময় ফটকের সামনে দলীয় নেতাকর্মী না থাকলেও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান ও স্থানীয় নেতা এডভোকেট বাশার তাকে স্বাগত জানান। এর আগে গত মাসের ৩০ অক্টোবর নিজ বাসায় নেতাকর্মীদের নিয়ে মিটিং করার সময় আটক হন তিনি। পরদিন ঢাকা কারাগার থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
কারগারের জেলার মো. আমজাদ হোসেন ডন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলালের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। তিনি বলেন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ৬৩ জন সঙ্গীসহ ধানমণ্ডি থেকে আটক হয়ে কাশিমপুর কারাগারে দীর্ঘদিন অন্তরীণ ছিলেন। প্রসঙ্গত ঢাকার মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর মামলায় গত ৩০ অক্টোবর তিনি গ্রেফতার হন। পরে ৩১ অক্টোবর তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

Spread the love