দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ দিনাজপুর পুলিশ লাইনস্ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়ালেখায় মনোযোগী হতে হবে। আর শুধু পড়ালেখা করে ভাল ছাত্র বা ছাত্রী হলে হবে না, একজন ভাল মানুষ হতে হবে। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে মা-বাবার মুখ উজ্জ্বল হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইলতুৎ-মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ আবু মারুফ হোসেন।
অভিভাবকগনদের মধ্যে বক্তব্য রাখেন কারিমা বেগম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ উদ্দিন ও নাজনীন আক্তার।
ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সামিউল তৌফিক, মুনিরা খাতুন, মুক্তাদির রহমান।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মসিহুর রহমান।