সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জিমন্যাস্টিকস্ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে সুব্রত মজুমদার ডলার খেলোয়াড়দের মাঝে অনুশীলন ও চর্চার নেশা থাকতে হবে

স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জিমন্যাসিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশন এর ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষিদের অর্থায়নে জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুরের আয়োজনে তৃণমুল পর্যায়ে জিমন্যাস্টিকস্ কর্মসূচী-২০১৬ প্রশিক্ষন শেষে সমাপনী ও সনদ বিতরণ করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মোঃ আসলাম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান কোচ মোঃ নজরুল ইসলাম, সহযোগী কোচ আনিসুর রহমান, নির্বাহী সদস্য আনিস হোসেন দুলাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদর ডলার বলেন, প্রতিটি খেলোয়াড়দের মাঝে অনুশীলন ও চর্চার নেশা থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মেধা বিকাশের সহায়তা করে। আজকের এই প্রশিক্ষনের অভিজ্ঞতা আগামীতে জাতীয় পর্যায়ে নিজেকে একজন ভালো জিমন্যাস্টিকস্ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।