
বাংলাদেশ সফরের জন্য টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অক্টোবর ঢাকাতে শুরু হওয়া ৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ব্যাটসম্যান হ্যামিলটন, পেসার সিঙ্গিরাই এবং বাঁ হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাসহ ৩ ভাইকেই মাঠে দেখা যেতে পারে। এর আগে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে ৩ ভাই হানিফ, মুশতাক এবং সাদিক মুহাম্মদ ১৯৬৯ সালে এক সঙ্গে মাঠে নেমেছিলেন।
২১ বছর বয়সী ওয়েলিংটন মাত্র ৭টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন। ৩টি টেস্ট ছাড়াও এ সফরে বাংলাদেশের বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
টেস্ট দল
ব্রেন্ডান টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা বাট, রেজিস চাকাবা, ব্রায়ান চ্যারি, টেন্ডাই চাতারা, এলটন চিগুমবুরা, ক্রেইগ আরভিন, তাফাদজা কামুঙ্গোজি, হ্যামিলটন মাসাকাদজা, শিঙ্গিবগরাই মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, নাতসাই এমসাঙ্গবে, রিচমন্ড মুতুমবামি, জন নিউম্বু, তিনাসে পেনিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, ম্যালকম ওয়ালার।
ওয়ানডে দল
এলটন চিগুম্বুরা, ব্রেন্ডান টেইলর, সিকান্দার রাজা, রেজিস চাকাবা টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, তাফাদজা কামুঙ্গোজি, হ্যামিলটন মাসাকাদজা, নাতসাই এমসাঙ্গবে, রিচমন্ড মুতুম্বুরি, জন নিউম্বু, ভুসিমুজি সিবান্দা, ম্যালকম ওয়ালার, এবং নেভিলে মাদজিভা, টিমিচেন মারুমা, সলোমন মির, পিটার মুর, তাওয়ান্দা এমপারিবা এবং ব্রায়ান ভিটোরির মধ্য থেকে ৩ জন।