
জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের আশা বাংলাদেশের। এমনি কথা জানালেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়েই স্বাগতিক দর্শকদের সামনে মাঠে নামছেন সাকিব। শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে বাংলাদেশকে। এমনটিই জানিয়েছেন সাকিব।
সাংবাদিকদের তিনি জানান, জিম্বাবুয়ে দলকে সহজ মনে করার কোন কারণ নেই। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, তাহলে সিরিজ জেতা সম্ভব।দটেস্ট জিততে হলে অবশ্যই ২০ উইকেট নিতে হয়। এখন দেখার বিষয়, আমাদের বোলিং ইউনিট কেমন করে, তার ওপর সবকিছু নির্ভর করবে। অবশ্য ঢাকা টেস্টে সাকিব ছাড়াও স্পিনার হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম ও তরুণ জুবায়ের হোসেন লিখন। এছাড়া পেস বোলার হিসেবে থাকতে পারেন আল-আমিন হোসেন ও শাহাদাত হোসেন। এই ৫ বোলার নিয়েই বোলিং আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজম্যান্ট।