শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের সমাধীতে খালেদার শ্রদ্ধা

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর শুক্রবার, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় নেতাসহ রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি। সেখানে তিনি ফাতেহা পাঠ করে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে জিয়াউর রহমানের সমাধিস্থলে কর্মী-সমর্থকদের ঢল নামে।
এদিকে যথাযোগ্য মর্যাদায় সারাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। এ উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল ৬টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সাথে দলের সব জেলা, উপজেলা ও সব ইউনিট স্থানীয়ভাবে দিবসটি পালন করছে। এছাড়া দিবসটি উপলক্ষে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সমাবেশ।

Spread the love