বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘জিয়ার খেতাব কেড়ে নেয়া উচিত’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর যেভাবে বিপরীতমুখী অবস্থান নিয়েছেন তা দেখে মনে হয় তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, জিয়াউর রহমান যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলেন তাদের সাথে তার এত তাড়াতাড়ি আপোষ নানা প্রশ্নের জম্ম দেয়। তাই ১৯৭৫ সালের পরবর্তী তার ভ’মিকায় বুঝা যায় সে প্রকৃত মুক্তিযোদ্ধ ছিলনা। পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। তিনি আরও বলেন, জিয়ার এ ধরনের কর্মকান্ডের জন্য তার বীরউত্তম খেতাব কেড়ে নেয়া উচিত। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আছিয়া আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গণি’র ৫৮তম মুত্যু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Spread the love