
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন,সত্যিকার অর্থে জিয়াউর রহমান কোন যুদ্ধে অংশ গ্রহণ করেননি। মুক্তিযোদ্ধারা জোর করে নিয়ে গিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পাঠানো স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করিয়েছেন। এর পর তিনি দলবল নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছিলেন।
বুধবার জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মেধাবীরাই ছাত্র রাজনীতি করে এবং তারাই দেশকে নেতৃত্ব দেয়। তোমাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তোমাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি।
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট মমতাজ উদ্দিন পাটোয়ারী, ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ।