ঢাকা’র বাইরে এই প্রথম কসমেটিক পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারী দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সফল হয়েছে। হার্ট ফাউন্ডেশন সুত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ফাসিলা ডাঙ্গা শশরা হাজীপাড়া গ্রামের আমিনুল ইসলামের কন্যা শারমিন আক্তার মৌ (১৮) পাঁচ মাস ধরে হার্টের বিভিন্ন জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন। অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তাররা জানান তার হার্টের মাঝে ছিদ্র রয়েছে। শেষে পারিবারিক সিদ্ধান্ত ক্রমে দিনাজপুর জিয়াহার্ট ফাউন্ডেশনের ভর্তি হলে ডাক্তারদের একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, ১৮ বছরের এই কিশোরীর ওপেন হার্ট সাজারীটি কসমেটিক পদ্ধতিতে করা হবে। এই জটিল অপারেশনটি ঢাকার বাইরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সর্ব প্রথম করেন প্রতিষ্ঠানের চীফ কার্ডিয়াক সার্জন ডাঃ সারওয়ার কামাল। খোজ নিয়ে জানা যায় ওপেন হার্ট সার্জারী সফল হওয়ার পর রোগীটি এখন সুস্থ্য হয়ে চলাফেরা করতে পারছে।
জিয়া হার্ট ফাউন্ডেশনে প্রথম কসমেটিক পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারীতে সফল
Please follow and like us: