বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর বদরগঞ্জে হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্যোগে বদর গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল রবিবার  দিন ব্যাপী সেমিনার ও হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-২ সাংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী (ডিউক)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জিয়াহার্ট ফাউন্ডেশনের চীফ কার্ডিয়াক সার্জন ডাঃ সারোয়ার কামাল, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজী ডাঃ জগলুল কবির, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি একেএম আজাদ, হাসপাতাল সুপারিন্টেটেন্ড ডাঃ এম এ করিম, বদরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও  থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে জিয়া হার্ট ফাউন্ডেশনের এই হার্ট ক্যাম্পটি এখানে অনুষ্ঠিত হওয়ায় আমি খুব ও আনন্দিত। আমাদের এলাকার মানুষেরা অনেক অবহেলিত। এই অবহেলিত মানুষের জন্য আপনারা এভাবে এগিয়ে এসেছেন দেখে আমি খুব আনন্দিত ও গর্বিত। আমি চাই আগামীতে আবারও আমাদের পাশ্ববর্তী উপজেলা তারগঞ্জে এই ধরনের একটি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং উক্ত হার্ট ক্যাম্পটির পরিচালনার করার জন্য আমি সর্বাত্বক সহযোগিতা করব। কারণ এই গরীব মানুষের সামান্য সেবা দিয়ে যদি উপকারে আসতে পারি তাহলে আমি নিজেকে একজন দায়িত্বশীল সেবক হিসেবে দাবী করতে পারব। সেমিনার শেষে ফ্রি হার্ট ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করা হয় এবং দুর দুরান্ত হতে আসা বিভিন্ন রোগীরা তাদের সেবা গ্রহণ করে উপকৃত হয়।