
খালি পাঁয়ে ফুটফুটে শিশু খাদিজা এক আটি কচুশাক হাতে দরজায় দাড়িয়ে বলছে শাক নিবেন। খাদিজা ফুটকিবাড়ী ইউনিয়নের টেংগনমারী গ্রামের ভ্যানচালক মো: খয়রুল ইসলামের মেয়ে। খাদিজা প্রতিদিন ৪-৫ টি কচুশাকের আটি বিক্রি করে রোজগারকৃত ৪০-৫০ টাকা বাবার হাতে তুলে দেয়। চার ভাই-বোনের মধ্যে খাদিজা তৃত্বীয়। অভাবের সংসারে ভ্যানচালক পিতা মো: খয়রুল কে স্বস্থি দিতেই তার এই শাক বিক্রি। সে স্থানীয় ব্রাক স্কুলে দ্বিত্বীয় শ্রেণীতে পড়ে। স্কুলে ৩৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে খাদিজা’র রোল-৫ বলে জানায় খাদিজা। প্রতিদিন সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত সে ব্রাক স্কুলে যায়। স্কুল ছুটির পর অন্য শিশুদের মত খেলাধুলা না করে খাদিজা গ্রামের বিভিন্ন জায়গায় কচু ও ঢেঁকিয়া শাক সংগ্রহ করে। বিকালে পঞ্চগড় বাজারে এসে খাদিজা শাকের আটি বিক্রি করে সন্ধার পর বাড়ী ফিরে যায়। খাদিজা’র বড়ভাই মো:কামাল ট্রাক্টর শ্রমিক বিয়ে করে পৃথক হয়েছে। ছোটভাই মো: জাকির হোসেন স্থানীয় প্রাইমারী স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে। প্রচন্ড শীতেও খালি পাঁয়ে থাকার কারণ জানতে চাইলে ফুটফুটে খাদিজা বলে বাবা কিনে দেয়নি। দেখতে সুন্দর ও মেধাবী খাদিজা কতদিন এই জীবন যুদ্ধ চালিয়ে যাবে ? সে কি পাবে তার মেধা বিকাশের সুযোগ ? নাকি অভাবের তারণায় পঞ্চমশ্রেণী পাশ করে পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে পাঁ দিবে। খাদিজা শাক বিক্রি করে বাবাকে সহায়তার পাশাপাশি পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে চায়।