অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট আগামী জুনে ওয়াশিংটন সফরে যাচ্ছেন।
মঙ্গলবার হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, টনি অ্যাবট আগামী ১২ জুন ওয়াশিংটন সফরে যাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো নিবিড় করাই এ সফরের লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে। টনি অ্যাবট গত বছর অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেয়ার পর এ প্রথম তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, উভয় নেতা বৈঠকে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল চলতি বছর অষ্ট্রেলিয়ার জি২০’র নেতৃত্ব, আফগানিস্তানের ভবিষ্যত, ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক। বিবৃতিতে অষ্Ö্রটলিয়াকে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়। এশিয়া সফররত বারাক ওবামার ফিলিপাইন ত্যাগের কিছু আগে এ বিবৃতি প্রচার করা হয়।