জিন্নাত হোসেনঃ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও প্রধান সমন্বয়ক মোঃ কায়সার-ই-আযম রানু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম।
১০ অক্টোবর শুক্রবার শহরের ইসলামবাগস্থ বাংলাদেশ আওয়ামী ওলামালীগ দিনাজপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জেলা ওলামা লীগের সভাপতি হাফেজ মাওঃ মোঃ শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোসলেম উদ্দিন-এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও প্রধান সমন্বয়ক মোঃ কায়সার-ই-আযম রানু বলেন আগামী দিনে রাজ পথে থেকে ওলামা লীগের নেতৃবৃন্দ সকল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে উৎখাত করবে। তিনি দিনাজপুর জেলা ওলামা লীগের সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দ্রম্নত কমিটি গঠন করার নির্দেশ দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওলামা লীগের সহ-সভাপতি মাওঃ মোঃ আমিনুল ইসলাম, হাফেজ মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মোঃ পয়গাম আলী, হাফেজ আলতাফ হোসেন, মাওঃ ওয়াজেদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ মাহবুবুর রহমান, মাওঃ মোঃ মোনসেব আলী, দপ্তর সম্পাদক কাজী মাওঃ জাকারিয়া, অর্থ সম্পাদক মাওঃ মোঃ আনিসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আশফারম্নল ইসলামসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।