
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার প্রতিবারের ন্যায় জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুর আয়োজিত দিনাজপুর স্টেডিয়ামে দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করে। উক্ত ইফতার মাহফিলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম, সংস্থার সহ-সভাপতি দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম হোসেন, কোষাধ্যক্ষ জাহেদী পারভেজ অপূর্বসহ দিনাজপুরের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করে। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।