মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেল’র মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেল’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর জেলা আওয়ামীলীগের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা ছাত্রলীগের সদস্য কমল, তালেব, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিমুল, বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীসহ অসংখ্য সুভাকাঙ্খি এবং ছাত্রবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেল একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ছাত্রনেতা। জেলা ছাত্রলীগের সকল কর্মসূচীতে তার বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তার (আসাদুজ্জামান রুবেল) বিরুদ্ধে যে মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। হত্যাকান্ড সংগঠিত হওয়ার সময় ছাত্রনেতা রুবেল আওয়ামীলীগ নেতৃবৃন্দের সঙ্গে একটি দলীয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন। এমতাবস্থায় ছাত্রনেতা রুবেলকে নির্যাতন ও পরে জেল হাজতে আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। নেতৃবৃন্দ আরো বলেন আগামী ৩ দিনের মধ্যে ছাত্রনেতা আসাদুজ্জামান রুবেলকে নিঃশর্ত মুক্তি না দিলে পরবর্তীতে দিনাজপুর জেলা ছাত্রলীগ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

Spread the love