বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের উদ্যোগে কাহারোল উপজেলায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুর জেলা তথ্য অফিস কর্তৃক কাহারোল উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল মঙ্গলবার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, কাহারোল মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিভিল সার্জন, দিনাজপুর ডাঃ মোঃ মোশায়ের-উল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ মামুনুর রশীদ চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাহারোল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দিনাজপুর এবং মোঃ রবিউল হাসান, বাজার কর্মকর্তা দিনাজপুর।

 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, সিনিয়র তথ্য অফিসার, দিনাজপুর। এছাড়া দিনব্যাপী কর্মশালার ৩টি কর্ম অধিবেশনের মধ্যে ক) যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে কর্ম অধিবেশন পরিচালনা করেন মোঃ মামুনুর রশীদ চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাহারোল, খ) স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন বিষয়ে কর্ম অধিবেশন পরিচালনা করেন মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার, কাহারোল এবং গ) মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব বিষয়ক কর্ম অধিবেশন পরিচালনা করেন ডাঃ মোঃ মোশায়ের-উল ইসলাম, সিভিল সার্জন, দিনাজপুর।

 

কর্মশালায় ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, এনজিও কর্মী, গ্রামীণ সমবায় সমিতি ও ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্য হতে মোট ৩০জন নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তৃণমূল পর্যায়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালায় বিভিন্ন সময় স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ক সচেতনামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয় ।

Spread the love