বিরল (দিনাজপুর) প্রতিনিধি : গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিরল পৌরসভাসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান সরজমিনে পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে তিনি উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদ ও তথ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিস, বেতুড়া স্কুল এন্ড কলেজ, বেতুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর বিওপি, বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার, বেতুড়া গ্রামের একটি বাড়ী একটি খামার প্রকল্পের উঠান বৈঠক পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমূখ। পরিদর্শন কালে তিনি প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পর্কে অবগত হোন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।