শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিনব্যাপী দূর্নীতি প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ-১ এ দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর এর উদ্যোগে এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুরের আয়োজনে দূর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করার লক্ষে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুরের সভাপতি আলহাজ্ব মোকাদ্দাস হোসেন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল করিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল­v। প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কানিজ ফাতেমা বেগম ও অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবলু। মুক্ত আলোচনায় অংশ নেয় বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, দর্শন চর্চা, সংস্কৃতিক চর্চা ও ধর্মীয় চর্চাই পারে দূর্নীতিমুক্ত দেশ গড়তে। দূর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। তা দেখে সাধারন মানুষ সচেতন হবে। পরিবারের প্রধানদের সচেতন করতে হবে দূর্নীতি থেকে।