মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলার পিএসসি পরীক্ষার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার পরিদর্শন করেন জেলা প্রাথমিক অফিসার মো. একরামুল হক। পরিদর্শনকালে তিনি সুখীপীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ কেন্দ্রে ৫১২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলার একমাত্র এ কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত নেই। তাই তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় সহকারী জেলা প্রাথমিক অফিসার সমেশ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, কেন্দ্র সচিব মো. নুর ইসলাম উপস্থিত ছিলেন।