মোঃ নুর ইসলাম : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’২০১৬ উপলক্ষে দিনাজপুর জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখা’র উদ্দ্যোগে বিকেল ৩ টায় শিশু একাডেমী প্রাঙ্গনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। “ক” বিভাগ ৪ থেকে ৯ বছর পর্যন্ত চিত্রাংকনের বিষয় বর্ষায় গ্রাম বাংলা এবং “খ” বিভাগ ১০ থেকে ১৪ বছর বয়সের শিশুদের জন্য চিত্রাংকনের বিষয় মাদক এড়াতে খেলাধুলা। প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম রাবিক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবির, ইউনিটি ফোর এনজিওস দিনাজপুর এর সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহ্ প্রমুখ।