
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বুধবার প্রতি বছরের ন্যায় দিনাজপুর জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়ন আয়োজিত দিনাজপুর প্রেসক্লাব ভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি আব্দুল মান্নান ব্যাপারী এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ বোলাল হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল সরকার, কোষাধ্যক্ষ ননী গোপাল রায়, সদস্য ছবি লাল সরকার, আবুল হোসেনসহ সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যবৃন্দ।
এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে হকার্স ইউনিয়নের উপদেষ্টা সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মোঃ রিয়াজুল ইসলাম, বনিক বার্তার সাংবাদিক রফিকুল ইসলাম ফুলাল, বাংলাদেশ সময় এর সাংবাদিক তোফায়ের আহমেদ জুয়েল, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক বিপুল কুমার সানি, আমাদের সময় পত্রিকার সাংবাদিক রতন সিং, এটিএন বাংলার টিভি চ্যানেলের সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর, ইসলামি টিভির সাংবাদিক বেলাল হোসেন, দৈনিক আজকের প্রতিভার সাংবাদিক আব্দুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন ইমাম হাফেজ আবুল কালাম আজাদ।