নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় জনসভা করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সন্মেলনে এ তথ্য জানান। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক শেষ এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে ২০ দলের মহাসচিব পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার নীলফামারীতে ১ম জনসভাটি অনুষ্ঠিত হবে। আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার নাটোরে অনুষ্ঠিত হবে ২য় জনসভাটি। এ ছাড়া ৬ অথবা ৭ নভেম্বর কুমিল্লায় এবং ১২ নভেম্বর বুধবার কিশোরগঞ্জে একটি জনসভা করবে ২০ দলীয় জোট। সবগুলো জনসভায়ই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।
পক্ষান্তরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আজ রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা নালিশি মামলার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি হীন উদ্দেশ্যে এ নালিশি মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ও সকল দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের দাবিতে এবং সংবিধান সংশোধন করে বিচারপতিদের অভিসংশন আইন সংশোধনের প্রতিবাদে, সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে এবং সারাদেশে অব্যাহত গুম-খুন ও নির্যাতনের প্রতিবাদে এসব সমাবেশগুলো অনুষ্ঠিত হবে।
ফখরুল জানান, সভায় ভাষাসৈনিক আব্দুল মতিন ও ড. পিয়াস করিমের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। পাশাপাশি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। এ ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের নিন্দা জানানো হয় এবং সরকারকে অবিলম্বে মূল্য বৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবি জানান। এ সময় জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ইতিপূর্বে কয়েকবার বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। এতে জনগণের নাভিশ্বাস উঠেছে।