বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জোড়া হাফ সেঞ্চুরি : ১ম দিন শেষে বাংলাদেশ ১৯৩/৩

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ২য় টেস্টের প্রথম দিন শেষে জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৯৩ রান। এর মধ্যে ওপেনার তামিম ইকবাল ২৫০ বল মোকাবেলায় ৭৪ রানে এবং সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২১ বলে ১৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। এ ম্যাচে বাংলাদেশ দলের সহঅধিনায়ক তামিম তার ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। একই সাথে আরেকটি অর্ধশতক হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ১৫২ বল মোকাবেলা করে ৫৬ রানে পানিয়াঙ্গারার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তাবে এবার চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এ ২ হাফ সেঞ্চুরিয়ান। এর মধ্যে নিজের ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির ব্যাটিং করে ১৭তম অর্ধশতক হাঁকাতে এ বাঁহাতি ওপেনার তামিম খেলেছেন ১৬৯টি বল। মেরেছেন ৪টি বাউন্ডারি। তার আগে তামিম ৩৫ টেস্টের ৬৮ ইনিংস খেলে ১৬টি অর্ধশতকের পাশাপাশি করেছেন ৪টি সেঞ্চুরিও।
এর আগে আজ সকালে শুরু হওয়া সিরিজের ২য় টেস্টে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ। সর্বশেষ ৩৭.৩ ওভারে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। তিনি করেছেন ৩৫ রান। এর আগে দলীয় ৬ রানে প্রথম প্যাভিলিয়নে ফেরেন শামসুর রহমান। তার সংগ্রহে ছিল মাত্র ২ রান। বর্তমানে ব্যাট করছেন তামিম ইকবাল ৫০ ও মাহমুদউল্লাহ ৩৩। নিজের মাঠে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে সতর্কভাবে শুরু করেও দলীয় ৬ রানের মাথায় এল্টন চিগুম্বুরার বলে এলবিডব্লিউ হয়ে ২ রান করে সাজঘরে ফিরে যান শামসুর। এর পর দলীয় ৭২ রানের মাথায় সাজঘরে ফিরেরেন মুমিনুল। ৩ টেস্টের সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে ১৯ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন পানিয়াঙ্গারা এবং ১৬ ওভার বল করে ৩২ রান দিয়ে চিগাম্বুরা নিয়েছেন অপর উইকেটটি।
বাংলাদেশের ইনিংসের ৮ম ওভারে দলীয় ৬ রানে চিগুম্বুরার বলে এলবির ফাঁদে পড়ে ব্যক্তিগত ২ রান করে সাজঘরে ফেরেন শামসুর রহমান। তার বিদায়ের পর আরেক ওপেনার তামিম ইকবালের সাথে ক্রিজে এসেছিলেন ১০ টেস্ট ম্যাচ খেলা মুমিনুল হক। এ ২ বাঁহাতি ব্যাটসম্যান মধ্যাহ্ন বিরতির আগে ৫৬ রানের জুটি গড়েন। তখন স্বাগতিকদের দলীয় সংগ্রহ ছিল ২৯ ওভারে এক উইকেটে ৬২ রান।
লাঞ্চের পর ব্যক্তিগত ৩৫ রান করে পানিয়াঙ্গারার বলে আউট হন মুমিনুল হক। ম্যাচের ৩৮ ওভারের ৩য় বলে পানিয়াঙ্গারার হাতেই বল তুলে দেন ১০১ বল থেকে ৫টি বাউন্ডারি করা মুমিনুল। এর আগেই তামিমের সাথে ৭২ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন কক্সবাজারের এ তরুণ। ৩৫ রান করা মুমিনুলের বিদায়ের পর মাঠে নামেন মাহামুদুল্লাহ রিয়াদ। চা বিরতির আগে পর্যন্ত স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে তুলেছিল ১২৭ রান তুলে।
অবশ্য তার কিছুক্ষণ পরই তামিম ইকবালের পর টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ১০ম হাফ সেঞ্চুরি হাঁকানো মাহামুদুল্লাহ। তিনি ৫৬ রান করে পানিয়াঙ্গারার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ১৫২ বলে ৫টি ৪ মারেন তিনি। আউট হওয়ার আগে তামিমের সাথে গড়ে তুলেন ৯৫ রানের এক অনবদ্য জুটি। এর পর মাঠে নামেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব।
আজ সকাল ৯টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ টেস্ট সিরিজের ২য় ম্যাচ শুরু হয়। এর আগে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২ দিন হাতে রেখে সফরকারী জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিজের ১-০ ম্যাচে এগিয়ে আছে মুশফিক বাহিনী। এ টেস্টকে সামনে রেখে রবিবার দুপুরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়করা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। ২ অধিনায়কই জয়ের ব্যাপারে তাদে আত্মবিশ্বাসের কথা জানান।
এ পর্যন্ত খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। এ মাঠে একটি টেস্ট এবং জিম্বাবুয়েকে একবার করে ওয়ানডেতে হারিয়েছে টাইগাররা। প্রায় ১২ হাজার দর্শক খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ের ২য় টেস্ট ম্যাচ দেখছে। গ্যালারিতে বসানো হয়েছে প্রায় ২৬০০ নতুন চেয়ার। চেয়ারগুলো হলুদ, কমলা, কলাপাতা, নীল ও আকাশি রঙে সাজানো হয়েছে। আর এর ঠিক মাঝখানে সবুজ মাঠ। ফিল্ড কন্ডিশনও চমৎকার। মাঠে আছে ৮টি উইকেট। এসব উইকেটেই খেলা হচ্ছে।

Spread the love