
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
চোখে আলো নেই, তাতে কি হয়েছে ? জ্ঞানের আলোয় আলোকিত হতে চায় পার্বতীপুরের অন্ধ আরিফ হোসেন।
আরিফ এবার সোনাপুকুর চাকলার ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার রোল নং ১০১। তাকে শ্রুতি লেখক হিসেবে সহযোগীতা করছেন একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র সাহাবুদ্দিন।
আরিফের পিতার নাম জাহিদুল ইসলাম। মাতা মহিতোন বেগম। বাড়ী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর মাঝা পাড়া গ্রামে। গতকাল বুধবার শহর থেকে ২০ কিলোমিটার দূরে বাঘাচোড়া বেনীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৫নং কক্ষে গেলে আরিফের পরীক্ষা দেওয়ার দৃশ্য চোখে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল বলেন, চোখ থাকতেও অনেক শিক্ষার্থী স্কুলে আসেনা। কিন্তু আরিফ নিয়মিত স্কুলে আসতো। সে জন্ম থেকেই চোখে দেখে না। ক্লাসে শুনে শুনেই পড়া মুখস্ত করে। ক্লাসের পরীক্ষা গুলোতেও সে অন্যের সহায়তায় নিয়েছে। আরিফের বাবা একজন দিন মজুর। ৫ ভাই-বোনের মধ্যে আরিফ সবার ছোট।
আরিফের বাবা জাহেদুল ইসলাম বলেন, আরিফ চোখে দেখে না। তার পরেও সে লেখা পড়া ছাড়তে চায় না। নিজের আগ্রহে সে লেখা পড়া করে।
কেন্দ্র সচীব মোঃ সালাম জানান, আরিফ অন্ধ বিধায় শ্রুতি লেখকের সাহায্য নিয়ে পরীক্ষা দিচ্ছে। সরকারী নিয়ম অনুযায়ী সে অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার মকবুল হোসেন বলেন, আরিফ অন্ধ বিধায় তাকে শ্রুতি লেখক দিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষার গ্রহনের ক্ষেত্রে আরিফের আগ্রহ ও মনোবল অন্যান্য প্রাশিক্ষার্থীদের উৎসাহিত করবে।