
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, দয়া করে ইতিহাস না জেনে কথা বলবেন না। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তার সম্পর্কে কিছু বলতে চাই না। আওয়ামী লীগের নেতাদের ভাষায় বলতে চাই, অর্বাচীন বালকের মতো কথা বলা বন্ধ করুন। জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করলে, তাকে অস্বীকার করলে বাংলাদেশের ইতিহাস ও শেকড়কে অস্বীকার করবেন। তিনি বলেন, জয় সাহেব আওয়ামী লীগের যে ব্যানারে কথা বলছেন, তাতে নুতন নেতা হওয়া যাবে না। একদলীয় শাসনের মাধ্যমে আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল হয়েছিল। দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ দলকে জিয়াউর রহমানই আবার পুনরুজ্জীবিত করেছিলেন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।