
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে চায়। কারণ শিক্ষিত জাতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান শিক্ষা বান্ধব সরকার ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বলে শিক্ষার উন্নয়ন হচ্ছে। প্রত্যন্ত পল্লী অঞ্চলের জয়নন্দ ডিগ্রী কলেজকে সরকারী কলেজ হিসেবে ঘোষনা করা হয়েছে। জয়নন্দ কলেজ সরকারী করণের ঘোষণাই প্রমাণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে শিক্ষিত করে গড়ে তোলার প্রতি আন্তরিকতা। বর্বরতার বিরূদ্ধে তথা ওই অপশক্তির বিরূদ্ধে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে ছাত্র–শিক্ষক, কৃষক–শ্রমিকসহ সকল শ্রেণী–পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
জয়নন্দ ডিগ্রী কলেজ সরকারী হওয়ায় মঙ্গলবার ষ্টেশন রোডস্থ দৈনিক পত্রালাপের সম্পাদকের কার্যালয়ে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে জয়নন্দ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তহিদুল ইসলামের নেতৃত্বে কলেজের শিক্ষক–কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাতে আসলে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল মোহন চন্দ্র রায়, সহকারী অধ্যাপক সুধীর চন্দ্র রায়, মনীন্দ্র রায়, হৃদয় চন্দ্র রায়, নীল রতন সাহা নিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আতিকুর রহমান, বিনয় রায়, হিমাংশু সরকার, তারিনী কান্ত রায় প্রমুখ।