
সম্প্রতি দেশে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘বিদেশি হত্যায় বিএনপি-জায়ামাত জড়িত বলে সজীব ওয়াজেদ জয় যে তথ্য দিয়েছেন, তার সঙ্গে আমি একমত। নিশ্চয় তার (জয়) কাছে এ ব্যাপারে তথ্য আছে।’