
প্রথম টেস্টের তৃতীয় দিনে ৩উইকেটে জয় পেয়েছে টাইগাররা। সিরিজের প্রথম টেস্টে জয় পেতে ১০১ রানের টার্গেটে মাঠে নামে বাংলাদেশ। পরে ৩ উইটেকের নিয়ে ঘরে ফেরে টাইগাররা। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিয়ে ১১৪ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। একাই ৩৮ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছেন তিনি।
ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শুরুতে আজ সোমবার সকালে তাইজুল ইসলামের বলে সাজঘরে ফিরেছেন সিবান্দা (১৪)। কিছুক্ষণ পর আবার আঘাত হেনেছেন শাহাদাত হোসেন। তিনি মাসাকাদজাকে ক্লিন বোল্ড করেছেন। আউট হওয়ার আগে তিনি করেছেন ৫ রান।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৫৪ রান করে। সর্বোচ্চ স্কোরার অধিনায়ক মুশফিকুর রহিম (৬৪)।
জিম্বাবুয়ের হয়ে ৫ উইকেট নিয়েছেন পানিয়াঙ্গারা।
জিম্বাবুয়ে টসে জিতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণিতে ২৪০ রানে গুটিয়ে যায়। সাকিব একাই নেন ৬ উইকেট। তরুণ তুর্কী জুবায়ের হোসেন লিখন নেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন রাজীব ও তাইজুল ইসলাম।জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন ওপেনার সিকান্দার রাজা। এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার ১৯ বছর বয়সী এ তরুণ।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ভুসিমুজি সিবান্দা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেগ আরভিন, তাফাজওয়া কামুঙ্গোজি, হ্যামিল্টন মাসাকাদজা, জন নিয়ম্বু, তিনাশে পানিয়াঙ্গারা।