শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয় পেল নেদারল্যান্ডস

Sportইউরো চ্যাম্পিয়ানশিপের বাছাইপর্বের ম্যাচে কাজাকাস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে নেদারল্যান্ড। যদিও ১০জনের কাজাকদের বিপক্ষে জয় নিশ্চিত করতে ডাচদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আমাস্টারডাম এরিনাতে ডিফেন্ডার রেনাত আবদুলিনের ১৭ মিনিটের হেডের গোলে ১২৭ র‌্যাঙ্কধারী কাজাকাস্তান বিস্ময়করভাবে এগিয়ে যায়। আর এ গোল পরিশোধ করতে ডাচদের ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বদলী খেলোয়াড় ক্লাস হান হান্টেলারের গোলে ডাচ শিবিরে দ্বিতীয়ার্ধে স্বস্তি ফিরে আসে। এরপর ৮২ মিনিটে ইব্রাহিম আফেলের গোলে এগিয়ে যাবার পরে শেষ মিনিটে পেনাল্টি থেকে রবিন ফন পার্সি দলের জয় নিশ্চিত করেন। বিশ্বকাপের পরে লুই ফন গাল দল ছেড়ে চলে গেলে তার স্থানে আসা গাস হিডিঙ্কের অধীনে এটা ছিল গত ৩ ম্যাচে নেদারল্যান্ডের ১ম জয়। ম্যাচ শেষে ফন পার্সি স্বীকার করেছেন দিনের শেষে এটা আমাদের জন্য স্বস্তির জয় ছিল।
গ্রুপ-এ’র অপর ম্যাচে চেক রিপাবলিক ইস্তানবুলে স্বাগতিক তুরষ্ককে ২-১ গোলে পরাজিত করেছে। এছাড়া লাটভিয়ার বিপক্ষে আইসল্যান্ড ৩-০ গোলের জয় তুলে নিয়েছে। এ দুই দলের এটা ছিল বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়, আর এর ফলে চেক রিপাবলিক ও আইসল্যান্ড গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। খেলার ৮ মিনিটে উমুট বুলুট তুরষ্ককে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ৭ মিনিট পরে চেকদের পক্ষে সমতা ফেরান ডিফেন্ডার টমাস সিভোক। কর্ণার থেকে হেডের সাহায্যে তিনি সমতা ফেরান। ৫৯ মিনিটে বোরেক ডোকাল চেকদেও জয় নিশ্চিত করেন।
প্রায় ঘন্টাখানেক আইসল্যান্ডকে কোন গোল করতে দেয়নি লাটভিয়া। তবে ৬৬ মিনিটে ডেডলক ভাঙ্গেন গিলফি সিগুরসোন। তবে ম্যাচের শেষর দিকে এ্যারন গানারসন এবং বদলী খেলোয়াড় রুরিক গিসলাসন আইসল্যান্ডকে সহজ জয় এনে দেন। কাজাকদের বিপক্ষে এই জয়ে গ্রুপ-এ তে ৩য় স্থানে উঠে এসেছে ডাচরা। আগামী সোমবার হিডিঙ্কের দল রেইজাভিকে আইসল্যান্ডের মুখোমুখি হবে। একইদিন কাজাকাস্তান চেক রিপাবলিককে আতিথেয়তা দিবে আর তুরষ্ক যাবে লাটভিয়া সফরে।

Spread the love