শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঝাঁড়ু হাতে রাজপথে ভারতের প্রধানমন্ত্রী

Indaআগামী ৫ বছরে পরিষ্কার স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে রাজধানী দিল্লির রাজপথে ঝাঁড়ু হাতে নেমে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মদিনে সকালে হাতে ঝাড়ু তুলে নেন তিনি। ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী দফতেরর উদ্যোগে অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। তবে এ উপলক্ষে তিনি বিশিষ্ট ৯ জনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা হলেন, গোয়ার রাজ্যপাল মৃদুল সিনহা, ভারত রত্ন শচিন টেন্ডুলকার, কংগ্রেস নেতা শশী থারুর, প্রিয়াঙ্কা চোপড়া, সালমান খান, অনিল আম্বানি, কমল হাসান, বাবা রামদেব,আমির খান প্রমুখ।
স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে মোদী বলেন, ভারতবাসী সামান্য খরচে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। তাহলে কি নিজের গলি, পাড়া পরিষ্কার করে রাখতে পারবেন না। তবে স্বচ্ছ ভারত অভিযান নিয়ে তাকে যে সমালোচনার মুখে পড়তে হবে তাও মনে রেখেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি জানি কয়েক দিনের মধ্যেই আমার সমালোচনা শুরু হয়ে যাবে। কিন্তু ‘মা ভারতী’র জন্য আমি যেকোনো সমালোচনা শুনতে রাজি। সোশ্যাল মিডিয়াতেও এ অভিযানের সূচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কিভাবে এ কর্মসূচীতে সামিল হতে হবে তার পথও বলে দিয়েছেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, প্রথমে কোনো নোংরা স্থানের ভিডিও আপলোড করুন। তারপর সেই জায়গাকে পরিচ্ছন্ন করে তার ভিডিও আপলোড করুন। তিনি বলেছেন, এ অভিযানকে রাজনীতির সঙ্গে এক করে দেখবেন না বরং এটি রাষ্ট্রনীতির দ্বারা প্রেরিত একটি অভিযান।
ক্লিন ইন্ডিয়া বক্তৃতায় মোদী বলেন, আজ বৃহস্পতিবার থেকে আগামী ৫ বছর পর অর্থাৎ ২০১৯ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম বার্ষিকীতে স্বচ্ছ ভারতই হবে তার জন্য সেরা উপহার। গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট ও দলিক কলোনীতে যাবেন মোদী।
আজ বৃহস্পতিবার মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম দিন। এ দিনটির কথা স্মরণ করে মোদি বলেন, বাপু (মহাত্মা গান্ধী) ‘কুইট ইন্ডিয়া’ এবং ‘ক্লিন ইন্ডিয়া’র ডাক দিয়েছিলেন। বাপুর ‘ক্লিন ইন্ডিয়া’র স্বপ্ন এখনো পুরো হয়নি। তিনি বলেন, আমাদের কাছে ২০১৯ সাল পর্যন্ত সময় আছে। ভারতবাসী একাজ করতে পারেন।
প্রসঙ্গত গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় স্বচ্ছ ভারত গড়ার প্রচার। এক সপ্তাহ আগে থেকেই সরকারি দফতরের পুরনো আসবাব ও ফাইল সরিয়ে ফেলা হচ্ছিল। ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের মাত্র ৩২.৭০ শতাংশ বাড়িতে রয়েছে শৌচালয়। এ বছর প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দেখা গিয়েছে ভারতের বহু মানুষ এখনও খোলা আকাশের নিচেই মলত্যাগ করেন।

Spread the love