শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার লাখো মুসল্লীর জুমার নামাজে অংশগ্রহণের মধ্যদিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ জোড় ইজতেমা শেষ হবে।

আজ শুক্রবার বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে জোড় ইজতেমা শুরু হলেও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গত বুধবার থেকেই মুসল্লীরা আসতে শুরু করেন ইজতেমা ময়দানে। দেশ বিদেশের প্রায় আড়াই লাখ মুসল্লী এতে অংশ নিচ্ছেন বলে জানিয়ছেন আয়োজকরা।

স্থানীয় ডেসকো সূত্রে জানা গেছে, ইজতেমাস্থলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যেই পিজিসিবির কন্ট্রোল রুম থেকে টঙ্গীর ফিডারগুলোর আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে খুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।
ময়দানে আগত মুসল্লীদের নিরাপদে ইবাদত বন্দেগি করার জন্য চট ও বাঁশ দিয়ে সামিয়ানা তৈরি করা হয়েছে। মুসল্লীদের ওজু-গোসলের জন্য টয়লেট ও ওজুখানাগুলো সংস্কার করা হয়। ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি ছাড়াও ডেসকো, তিতাস, ওয়াসাসহ সরকারের সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোও তাদের নিজ নিজ দায়িত্বে থাকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অপরদিকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার আইনশৃংখলা রক্ষার জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদ বলেন, জোড় ইজতেমা শুরু হওয়ার আগের দিন থেকেই পুলিশ, র‌্যাব ও আর্মস ব্যাটালিয়নসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

Spread the love