সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে সুপার ফোর পর্বের শেষ ম্যাচে আজ মাঠে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। এবারের আসরে এখনো পর্যন্ত অপরাজেয় ভারত সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে। আর টাইগাররা সুপার ফোরের প্রথম দুই ম্যাচ হেরেই ছিটকে গেছে টুর্নামেন্ট। প্রতিবেশী দেশের বিপক্ষে মোকাবেলায় তাই আজ তেমন কিছুই পাওয়ার নেই লাল-সবুজের দলের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলায় মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন বলে আজ খেলছেন না তিনি। আর টাইগারদের হয়ে আজ ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে তরুণ পেসার তানজিম সাকিবের।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আজ একাদশে পরিবর্তন এনেছে ভারত। আইপিএলে আলো ছড়ানো ব্যাটার তিলক বার্মার একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে আজ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা।

Spread the love