
তাইজুলের অভিষেক হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে সহজেই বাংলাওয়াশ করলো টাইগাররা। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের ৫ম ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটে হারিয়ে জিম্বাবুয়েকে টেস্টের পর এবার ওয়ানডেতেও বাংলাওয়াশ করলো স্বাগতিকরা। ৫ উইকেট ও ১৫৩ বল হাতে রেখে কাঙ্খিত জয় তুলে নিল মাশরাফি বাহিনী। মাঠে নেমে দ্রুত উইকেট হারালেও শেষ পর্যন্ত দলকে সহজ জয় এনে দেয় মাশরাফি বাহিনী। জিম্বাবুয়ের ২ পেসার টিনাশে পানিয়াঙ্গারা ও টেন্ডাই চাটারা পরীক্ষায় ফেলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। মাত্র ২৮ রানে বিদায় নেন স্বাগতিকদের ২ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক। তামিমকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন পানিয়াঙ্গারা। এরপর এনামুলকেও বিদায় জানায় চাটারা। দলীয় ৪৭ রানে ৩য় ব্যাটসম্যান হিসেবে বিদায়সৌম্য সরকার। বিদায় নেয়ার আগে ব্যক্তিগত ২০ রান করেন তিনি। এদিকে ০ রানে সাকিব ফিরে গেলেই চাপের মুখে পড়ে বাংলাদেশ।
এর আগে আজ সোমবার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। কিন্তু তাইজুল ঝড়ে ৩০ ওভারে ১২৮ রান করেই অলআউট হয় জিম্বাবুয়ে। এ শেষ ম্যাচে টপ অর্ডারের ৫ উইকেট ফেলে দেয়ার পর তাইজুল আক্রমণে এসে তার অভিষেক উইকেট তুলে নিলেন। সলোমন মিরেকে এলবি’র ফাঁদে ফেলেন তাইজুল। এরপর একই ওভারে পানিয়াঙ্গারাকে ফেরান তাইজুল। নিজের পরের ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে পর পর ২ বলে ২ উইকেট তুলে নেন তাইজুল। স্বাগতিক বোলারদের তুপের মুখে একরে পর এক উইকেট হারাতে শুরু করেছে জিম্বাবুয়ে। এ ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাজাকাদজা ছাড়া আর কেউই বড় সংগ্রহ করতে পারিনি। দলের পক্ষে ৫৪ বলে সর্বোচ্চ ৫২ রান করে তিনি। এছাড়া ভুসি সিবান্দা করেন ৩৭ রান। এ দুই ব্যাটসম্যান ছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটসম্যান যেন দাঁড়াতেই পারেননি।
বাংলাদেশের পক্ষে এ ম্যাচের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৪টি ও অলরাউন্ডার সাকিব আল হাসান ৩টি উইকেট নেন। এছাড়া লেগ স্পিনার জুবায়ের হোসেন ২টি ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা ১টি উইকেট নেন। এর আগে আজ সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ ওভারেই দলীয় ১৬ রানে ১ম উইকেট হারায় সফরকারীরা জিম্বাবুয়ে। মাশরাফির ব্যক্তিগত ৩ ওভারের ৫ম বলে সিকান্দার রাজা আউট হয়ে সাজঘরে ফেরেন। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে করেন ৯ রান তিনি। এরপর ২য় উইকেট জুটিতে ভুসি সিবান্দাকে সাথে নিয়ে দলীয় সংগ্রহে ৭৯ রান যোগ করেন হ্যামিল্টন মাসাকাদজা।
ইনিংসের ১৮তম ওভারে দলীয় ৯৫ রানে মাসাকাদজাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। তবে তার আগেই অর্ধশতক তুলে নেন মাসাকাদজা। ৫৪ বলে ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৫২ রান করেন তিনি। এরপর সাকিব আল হাসান পরপর ২ ওভারে যথাক্রমে ব্রেন্ডন টেইলর ও ভুসি সিবান্দাকে তুলে নিলে ৪ উইকেটে ১০৯ রানে পরিণত হয় জিম্বাবুয়ে।
এদিকে নিজের ৪র্থ ও ম্যাচের ২১ ওভারের ৩য় বলে ব্রেন্ডন টেইলরকে (৯) বোল্ড করে ম্যাচে নিজের ১ম উইকেট শিকার করেন সাকিব। নিজের পরের ওভারেই ফেরান ভুসি সিবান্দাকে। মাশরাফির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে সিবান্দা করেন ৩৭ রান। এরপর ২৬ ওভারে দলীয় ১১২ রানে জিম্বাবুয়ের ৫ম উইকেটের পতন হয়। ওই ওভারের ২য় বলে টিমিসেন মারুমাকে (১) বোল্ড করে নিজের ২য় উইকেট শিকার করেন জুবায়ের। পরের ওভারেই জোড়া আঘাত হানেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ওভারের ১ম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে জিম্বাবুয়ের অলরাউন্ডার সলোমন মিরেকে সাজঘরে ফেরান তিনি। মিরে করেন ৯ রান। এরপর ওভারের শেষ বলে পানিয়াঙ্গারাকে বোল্ড করে নিজের ২য় উইকেট শিকার করেন তাইজুল। সাজঘরে ফেরার আগে পানিয়াঙ্গারা রানেই খাতাই খুলতে পারেননি।
তার আগে আজ সোমবার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরা। ৫ ম্যাচের সিরিজে ৪-০ তে এগিয়ে স্বাগতিকরা। ১ম ম্যাচে টাইগাররা ৮৭ রানে, দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে, তৃতীয় ম্যাচে ১২৪ রানে এবং চতুর্থ ম্যাচে ২১ রানের জয় পায়। দু’দলের ৩ ম্যাচ টেস্ট সিরিজে ৩-০ তে জয় পায় বাংলাদেশ। আর ওয়ানডে সিরিজের শেষ জয়টি পেয়ে বিশ্বকাপের আগাম প্রস্তুতিটাও ভালোভাবেই করতে চায় সাকিব-তামিমরা-মুশফিক-মাশরাফিরা।